হৃদয় ছিলো তো হৃদয়বান হবে বলে ;
সন্তানেরা তবুও কেউ কথা রাখেনি।
গাছের মগডালেতে উঠতে হবে বলে -
ছুটেছে ওরা জীবনকে বাজী রেখেও ;
গোড়া রক্ষায় কারোই যত্ন ছিলো না।


ফল্গুধারা চিরকাল ওই মাটীর তলায়,
জল পেতে নিষ্ঠাভরে বেশ লড়তে হয়,
ধারার অমৃত বারি খোঁজে লোক কই?
সেখানে চক্রান্তে কালোনিধির প্রবেশ -
অমৃত আর গরল - একাকার করেছে।


প্রতিটা পদক্ষেপের আগেই উন্মাদনা,
সরল জীবনটাকে জটিলতা দিয়েছে,
তোমার সাধের হৃদয় কেবল পুড়েছে,
এতটুকু সফলতার মুখ কেউ দেখেনি,
দূর হতে চাইলেও, ওরা একাত্ম হয়নি।


নাঃ! দূর হতে চাইলেও একাত্ম হয়নি।।