লিখতে লিখতে কবি হবো
অভীপ্সা পূরণে কলম নিলাম হাতে
লেখাও চলল পাতার পর পাতা
বাড়লো পরিচিতের ভীড়
শুরু হলো সভা, আলোচনা,
কবিদের পরিমণ্ডলে ভাবুক ঘোরাফেরা।


সুফল মিললো কিছু কিছু
ভাষা হলো বেশ সমৃদ্ধ
প্রকাশ ভঙ্গিতে এলো গভীরতা
চোখ খুললেই, চোখের সামনে -
সমস্যারা ছোটাছুটি করে
চললো তার স্বচ্ছন্দ রূপায়ণ।


তবুও টনক নড়ে
অনেক কিছু না জানাই রয়ে গেছে
জানাও শুরু হলো - সাহিত্য, দর্শন,
প্রবুদ্ধ লেখকের অমর সৃষ্টি কত!
বোধ জাগলো, ছন্দ এলো,
সংগে এলো নাম, যশ, খ্যাতি।


ধাপে ধাপে উন্নতির স্তর
চোখের সামনে
মেলে ধরলো অন্যজগত।
সেখানে স্তুতির প্রাচুর্যতায়
আমি গেলাম অতলে তলিয়ে।


দম আটকানো পরিবেশ থেকে
একদিন খুঁজলাম নিভৃত আশ্রয়
অনেক বিশ্লেষণ চললো মননে
কোথাও মিললো না আমার কবিতার ঠাঁই
মৌলিকত্ব আমার থেকে দূরে, বহূ দূরে।


লিখতে লিখতে কবি হওয়া - হলো না
কবিতা নয়, নাম যশ খ্যাতির কাঙাল
ভাষা ছন্দে ভরে না তার অন্তঃকরণ
সে যেন এক ভাসমান মেঘমালার মতো
ধরা না দিয়েও মেঘপুস্প দান করে যায়।
কি করে বাঁধবো তাকে?


বুঝলাম যেদিন,
সম্ভবতঃ সেটাই ছিলো,
এক কবির জন্মদিন।