১) মিলেমিশে

নোনা হলেই রক্ত নয়
রক্ত জল করা ঘামও
স্বাদে কিন্তু  নোনাই হয়।

  ২) জীবন মৃত্যু

আর কতটা পথ পেরিয়ে
শঙ্খচূড় গাছ তলায়
চমকে দিয়ে রয় দাঁড়িয়ে?

৩) মেঠোপথ

পীচের কালো পথগুলোই
কাদামাটির দিগন্তে ওই
সন্ধ্যে হলে প্রদীপ জ্বালো।