লিখব বলে রেখেছিলাম
বেশতো আকাশ নীল,
স্তুপ মেঘেতে কুড়িয়ে পেলাম
খুললো মনের খিল।


বলাহক ওই ভেসেও খানিক
ছড়িয়ে দেয় কালো,
ঝিরঝিরিয়ে পশলা মানিক
না হয় মাঠেই ঢালো।


খেলছে সূয্যি আবার উঁকি
মামা বাড়ীর দেশে,
খিলখিলিয়ে বাতাস টুকি
দিচ্ছে উড়ে এসে।


ব্যস্ত ব্যাকুল মনটি খুলে
আঁকছে শারদ ছবি,
ড্যাম কুড়াকুড় বাদ্যি বলে
"কাশের বনে যাবি?"