পাতাটা কবে যে হলুদ হয়ে গেল -
ভরা হেমন্তের এক গলা জলে,
কেউ ভুলেও তাকায় নি।


পাতাঝরা শীত তাকে কব্জায় পেয়ে,
আর ছাড়লো কোথায়!
দেহ নিংড়ে সব তাপ কেড়ে নিল..


একদিন গোধূলি বেলায় টুপ করেই কক্ষচ্যুত।  
তাও সবার নজর এড়িয়ে..
তখনও কেউ কিন্তু দেখতে চায়নি ...


তবু ওই বসন্তবেলায় পলাশ কুঁড়ি,
সূর্যভোর আকাশকে যখন বললো,
"সবুজ মরে না...ফিরে ফিরে আসে.."


মুহুর্তে সবাই মিলে দেখলো আকাশ পরিষ্কার ...