"সমগ্র জীবনটা জুড়ে একমাত্র আমায় ভালোবাসবি"
এটাই পরমাত্মার একক অভিশাপ আর স্নেহ-স্নাত সৌভাগ্য!
কিন্তু! সৌভাগ্য ভেবে ভুল করিস নে। আর যা হোক—
প্রেমের পরিণয়ে ভালোবাসার পরিণতিতে ডুপ্লেক্স প্রশান্তি
ও সব কেতাবি গল্প, চলচ্চিত্রের আবেগ— আর তা ওখানেই নান্দনিক;
স্পষ্ট ব্যক্তি জীবনে আলেয়া-আনন্দ বৈ তেমন গুরুত্ব বোধহয়—
খুব একটা রাখেনা, হ্যাঁ! রাখেনা। রাখবার কথাও না;
বকুল, শিমুল কিংবা গোলাপ ওরা গোলাম মাত্র
প্রেম আর শতাব্দীর পরিভ্রমণ ঘুরে ঘুরে ফিরে আসা মিত্থে অতঃপর—
দুশ্চরিত স্বপ্নদোষ। নামাজ কায়েমের প্রতিজ্ঞা!


কিছু কলিজা রঙের প্রেমখাদক পোষ মানিয়েছে সাহারা মরুর শীতলতম সূর্যপদ্ম
সিপাহী বিপ্লবের রণতটে অহিংস খুদার আহাজারিতে কোমলতম নিশ্বাস
পই পই করে বুঝিয়েছি! আসিসনে, জুত করে উঠতে পারবিনে
ফনি তার বিষ পান করে শুনেছিস কখনো?
ভালবাসির ইহকাল সুখেই কেটেছে দেখেছিস কখনো?
না! কখনোই না! প্রতি উত্তরের নোঙ্গরামী— হ্যাঁ!
হ্যাঁ! "সমগ্র জীবন আমায় ভালবাসবি, এটা একটা অভিশাপ! ; স্নেহ-স্নাত সৌভাগ্য!"


২৩/০৭/২০২০
০৮:৪৩পিম