থাই গ্লাসের গল্পগুলো আমায় বলো না,
এলিডির ঝকঝকে স্ক্রিন
অ্যান্ড্রয়েড বা আইএসওর অ্যাপসে ঘেরা মোটিভেশানাল ভালোবাসা
ওগুলো আমায় বলোনা!
আমি রোজ রাজপথের ধুলো খাই
রেললাইনের বর্জ্য দেখে চোখ সতেজ করি
বস্তির সুখে মেজাজ তাপি
পৃথিবী কতটা করুণ বইয়ের পাতায় নয় স্বয়ং হাত দিয়ে ছুঁয়ে দেখি।
তোমার অবস্থা আমার খুব জানা,
দারিদ্র্যতায় কত বিঘা দেবে আছি তা তোমারও নেই অজানা।
প্রেমকে আমি বিদ্রোহের শ্লোগান বলি
তাই স্বপ্ন দেখতে আমার বড্ড ঘেন্না।
তুমি! থাই গ্লাসের গল্প বলোনা!


তোমার পাহাড় দেখা চকচকে চশমায়
তোমার সমুদ্র বিলাস কোন বেগুনি আলোর রাতে
তোমার জীবন বোঝা হলিউডের স্ক্রিপ্টে
সুখ দেখা পর্নোগ্রাফির থাই হতে যোনি পথে
আমার আয়ত্তে ওগুলো আলেয়ার গোরস্থান,
চুপচাপ দেখে চরম মূহুর্তের স্খলন শেষে পরিস্কার করে বেরিয়ে আসা।
আমি মাটি-ধুলোর মানুশ্
তুমিতো ইংলিশ খাটে বেছানো ফ্লোরাল প্রিন্টের দামী চাদরে মানুশ্ নও
তবুও তোমার মুখে এতো বিভৎস আলো কেন?
বেরিয়ে এসে আমায় ছুঁয়ে দেখো আমি কেমন ভিজে আছি ভালোবাসায়
খোদারওয়াস্তে রাজনীতি থেকে নেমে এসো
শিশুরা এখনো কাঁদে টাউন সার্ভিসের হর্ন হতেও উচ্চ আওয়াজে
প্লিজ একে শব্দ দূষণ বলোনা!