থাকুকনা সে সুখে!
আমার বিরহ না ছুঁক তাকে!
সমুদ্র তার পড়ুক পায়ে,
আকাশটা হোক বর্ষাছাতা, রৌদ্রস্নানে ভেজাক তাকে!
পাহাড় রাশি জড়িয়ে কাছে
ঝর্ণা ঝরুক শরীর বেয়ে বুকের পরে বুক মিশিয়ে।
গোধূল আবীর চোখে মুখে, জ্বলজ্বলিয়ে থাকুক লেগে
তবুও যেন না ছোঁয় তাকে তাঁর অভিমান।
আমার হৃদের ক্ষত হতে রক্ত ঝরা সময়গুলো
না ছুঁক তাকে!
ভালোবাসি বলতে গিয়ে, হৃদমাঝারে পুষতে গিয়ে
আমার আঙুল ভুল করেছে।
সে ভুল বসে মাশুল গোনে অশ্রু হয়ে জমিন ছোঁয়ে
দুঠোঁট পরে পরুক লোনা আমার দেহেই থাক অতঃপর
হে বিধাতা— “না ছুঁক তাকে, এই আমাকে!
একাকিত্ম শত সুখে— না ছুঁক তাকে!”