তারা আবারও হারিয়ে যায়!
দমকা হাওয়ায় দেখা মেলা বিন্দুরাশির প্রতাপ
রামধনুর গৌরব, প্রয়াত আত্মার ভয়
ঝিঁঝিঁর কান্না কিংবা অট্টহাসির শোরগোল।
গোমড়ামুখো চাঁদ শঙ্কিত ছাত্র অপলক জমিনের
                                            আকর্ষণ।
সবই শেষ হবার—
দুঃস্বপ্ন দুর্বল আয়ুতে খুবই কমজোর রেখাপাত!
অট্টালিকার স্তূপে জুগনু-প্রদীপ প্রার্থনা
হিন্দু মন্ত্রে অছুতের গলাগলি; খৃস্ট-ইবাদত
ভাব্বার বা ভাবিয়ে তোলবার শতাব্দ-অপেক্ষা
একটানা একটা সময় ফুরিয়েই যাওয়ার।
নীতি উৎকীর্ণ ব্যাখ্যায় পারলৌকিক সুগন্ধী
কানে— বগলে— আস্তিনে অযাচিত চুল-পরিচর্যা,
কামাতুর দৃষ্টিই সুশোভিত; বাকীরদল গণ্ড মূর্খ।
বৌদ্ধের সন্যাস আকর্ষণ শূণ্য পৌড়া নারী বিশেষ।
আকীর্ণ চিন্তার প্রস্তুত গন্তব্যে ছুড়ে ছেড়ে দাও
তুলে নিক আখের উত্তাপ; বাকীরদল গণ্ড মূর্খ।