রেণু ভালো নেই,
একদম ভালো নেই।
কতটা সময় একাকী বিষাদ ক্লান্ত হেঁটে
শীর্ণ মুকুট গ্লানির অবনত মস্তক-
থমকে একা, উদাস শুন্য;
ভালো নেই, রেণু ভালো নেই।


এতটা সময় একাকী মনে, শ্রান্ত
মাথায়, জিতেছে শুধু ব্যর্থ নিষাদ।
কতটা ঝড়, বিষ রাত্রির আলিঙ্গনে
কেটেছে প্রহর, কেউ দেখেনি-
ভালো নেই, রেণু ভালো নেই।


এতটা পরে, পচন ধরা শিরদাঁড়া এই
জেগেছে একা, স্মৃতির আঁকা আলপনা সব
মনের দুয়ার ভাঙছে আবার!
সে কথা কেউ জানে নি,কেউ জানে নি।
ভালো নেই, রেণু ভালো নেই।


এতটা সময় দূরে দূরে থাকা, একাকী বিষাদ
ক্লান্ত তনু, কতটা বিষাদ কতটা আঁধার
এতটা সময় আঁকড়ে ধরা, একাকী থাকা,
একাকী থাকা, কেউ জানে নি।
রেণু ভালো নেই।


এতটা পথ একাকী ক্লান্ত, ভ্রান্ত মনের
আঁকিবুঁকি সব, রিক্ত আঁকায় রঙের অভাব-
রংতুলি আর হয় নি ধরা, কেউ জানে নি।
রেণু ভালো নেই।


এতটা পরে,
এখন শুধু প্রলাপ বকা, বিদঘুটে সব চিত্র
আঁকা, মনের মাঝে সময় করে তোমার আসা
আর হবে না, আর হবে না।
রেণু ভালো নেই।


কতটা সময় একাকী রেণু,
আশায় আশায়, তোমার ভাষায়-
তোমার ছোঁওয়া রেণুর দলে ঠাই পাবো না-
এই ভুবনে।
তোমার জানা আর হবে না,
তোমার ফেরা আর হবে না,
রেণু ভালো নেই।
রেণু কিভাবে ভালো থাকবে বল?


'রেণু'
০২ মে, ২০২০