আষাঢ় মানে
শাহীন রায়হান


দুধ সাদা রং দোলনচাঁপা
বৃষ্টি মেখে হাসে
মেঘলা দুপুর নূপুর পরে
নাচে সবুজ ঘাসে।


আলতা রাঙা বুলবুলিটা
হলুদ মাখা ফুলে
দস্যিপনায় সময় কাটায়
ঝুমকোলতায় দুলে।


ছলকে ওঠে টেংরা পুঁটি
ঢোল কলমির তলে
চুইয়ে পরে কাক কালো মেঘ
কাজলা দিঘীর জলে।


ইচ্ছেপাগল মন হয়ে যায়
ঘাসফড়িংয়ের ঝাঁক
জল ছলছল আষাঢ় মানে
কোলাব্যাঙের ডাক।