ডানপিটে বিষখালী
-শাহীন রায়হান
...
আমার মনের নীল জানালায় রামধনু রং আঁকা
সকাল-বিকাল হাওয়ায় ওড়ে শ্বেত বলাকার পাখা
দুই পাশে তার তুলির আঁচর জল চিকচিক বালি
মাঝখানে এক মধুর নহর দুধরঙা বিষখালী।


ঢেউ জুড়ে তার সুরের লহর পরশ বুলায় ফুল
জলপিপিদের গল্প শোনায় বৃষ্টি হুলস্থুল
পরান মাঝির চোখের তারায় তুলোট মেঘের খেলা
শুশুক ঘুমায় রোদের ছোঁয়ায় একলা দুপুর বেলা।


পাথরঘাটায় ছলাৎ ছলাৎ জলের নূপুর বাজে
কেওড়া কেওয়া সুবাস ছড়ায় পানসি নায়ের মাঝে
লাল কাঁকড়ার ঘুম ভেঙে যায় জলবিহগের ডাকে
সুবোধ আকাশ চিবুক দোলায় হরিণঘাটার বাঁকে।


শেষ বিকেলের কোমল আভায় কালমেঘা ঘাট হাসে
ধুসর রঙের চিলের ডানায় সাঁজের খবর আসে
টেংরা বোয়াল ভাগ করে নেয় নরম চাঁদের ফালি
আমার স্মৃতির পাহাড় ভিজায় ডানপিটে বিষখালী।