ডানপিটে মন
-শাহীন রায়হান
...
রুনঝুনরুন হাওয়ার বেতার বইচি পাতায় সাঁঝে
ঘাস ফড়িংয়ের একতারাতে মাতম তুলে বাজে।


ঘুমলাগা চোখ উদাস পারুল
লাল পলাশের বনে
খেয়াল খুশিতে আলোর ঝালর
স্বপ্ন আঁকে মনে।


বৃষ্টি মুখর ঝিঁঝির ডাকে
জংলি ঝোপের কাছে
বকের বাড়ি জোনাই ছুঁয়ে
পেখম তুলে নাচে।


ঝুরঝুর ঝুর নূপুর পায়ে
মাতায় আকাশ পাড়া
চাঁদের বাড়ি দেয় ছড়িয়ে
নরম জোছনাধারা।


ডানপিটে মন ঘাসের জাজিম
প্রজাপতির ছানা
মেঘ মুলুকে সে হতে চায়
ইচ্ছে পাখির ডানা।