ধেরে ইঁদুর মিনি বিড়াল
-শাহীন রায়হান
...
একটি ইঁদুর ধানের ছড়া
মুড়ির বৈয়াম খুকুর পড়া
বাবার দেরাজ দলিলপত্র
আসল নকল রাফ
করছে কেটে সাফ।


একটি বিড়াল গোঁফ নেড়ে
বললো ডেকে শোন ধেরে
কত্ত সাহস তোর
খাচ্ছ বাদাম ঝাল চানাচুর
সেমাই চিনি কাটুরকুটুর
ছিঁদকাদুনি চোর।


বললো ইঁদুর শোন মিনি
ছোঁচা তোমায় খুব চিনি
চুপিচুপি মাছ ভাজা খাও
আস্তে খুলে দোর
মাংস পোলাও যা খুঁজে পাও
ছোট্ট খুকুর দুধটুকু তাও
ফালতু তুমি ভূত কোথাকার
আমায় বলো চোর!


বললো মিনি ফুলকলি
চুপ! কথা আর না বলি
আয়,
সিডি ছেড়ে গান করি
ঝুমুর নাচে প্রাণ ভরি
সাধু সেজে বুক ফুলিয়ে
আতর মাখি গায়।