দীঘি-সংসার
-শাহীন রায়হান
....
এক দুই তিন চার বুম বুম বুম
দীঘিটার নীল জলে পুঁটিদের ধুম
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ নাড়ে দুটি পাও
এইখানে জাফরানি ফড়িঙের গাঁও।


টুং টাং টুং বাজে সময়ের বেল
সবুজ পাতারা মাখে শিশিরের জেল
রোদের নূপুর পরে গাছের সারি
পিপপিপ গান বাজে মাছের বাড়ি।


টুনটুনি গান গায় টুনটুন টুন
ঝিনুকের দুই ঠোঁটে জলের বেলুন
ইটির মিটির ডাকে তিতিরের ছানা
হিমেল হাওয়ায় আহা ঝাপটায় ডানা!


টম খায় মাছ কারি জেরি ভাজা ডিম
ক্যান্ডেল লাইট জ্বালে হাটটিমাটিম
টুকটুকি ছবি আঁকে নাচে ফুলঝুরি
টলমলে জল ছোঁয় রাতে চাঁদবুড়ি।


ঝিকিমিকি তারা জ্বলে রুই খোলে দ্বার
ইচ্ছে রথে চলে দীঘি-সংসার।