দুষ্ট ঘুড়ি
শাহীন রায়হান


ছোট্ট খোকা ঘুড়ির ছবি আঁকে
ঘুড়ি লুকায় নীল আকাশের ফাঁকে
খোকার তখন মন বসেনা পাঠে
ঘুড়ির খুঁজে সকাল দুপুর কাটে।
পায়না তবু ঘুড়ির দেখা কাঁদে
খুঁজে বেড়ায় বন-বাঁদারে ছাদে
হঠাৎ রাতে চাঁদের বুড়ির ডাকে
খোকা তাকায় নীল আকাশের ফাঁকে
দেখে সেথায় ঝুলছে ঘুড়ি একা
কাঁদছে অঝোর পায়না কারো দেখা
খোকা তখন হাওয়াতে ভর করে
ঘুড়িটাকে শক্ত করে ধরে
বড্ড রাগে বদ্ধ ঘরের ফাঁকে
দুষ্ট ঘুড়ি বন্দী করে রাখে।