হালকা শীতের আঁচ
-শাহীন রায়হান
...
টিনটিন টিন রোদের ছানা হাওয়ার পালকি চড়ে
মাঠ পেরিয়ে হাজির হলে চিলেকোঠার ঘরে
কুঁ ঝিকঝিক গীটার বাজে সারেগামা তালে
ইঁদুর ছানা গোঁফ নাড়িয়ে ক্রিম মাখে গালে।


উদাস বিকেল চারুকলায় মিষ্টি কলরব
ভাপা চিতুই পিঠায় সাজে নবান্ন উৎসব
রোদের ছানা চুমকুড়ি দেয় বিড়াল ছানা ছোটে
পপ ব্যান্ড রক আসর জমায় ইঁদুর ছানার ঠোঁটে।


ছাদ বাগানে দুলছে পেঁপে শিম টমেটো গাছ
ডাকছে চড়ুই দুই পাতি কাক গলা ছেড়ে আজ
হিমেল হাওয়া বইছে ধীরে হালকা শীতের আঁচ
ইঁদুর ছানা খাচ্ছে গ্রিল মাটন ভাঁজা মাছ।


যশোর থেকে গুড় এসেছে সুস্বাদু খুব ইশ্
বিড়াল ছানা রাঁধছে কাবাব গ্রিল চিকেন ডিশ
রোদের ছানা চায়না গেছে ফিরতে হবে ভোর
বারবিকিউ পার্টি দিবে তাই এত তোড়জোড়।


ইঁদুর ছানার জ্যাকেটটা জোশ রংটা সবুজ লাল
পায়েস খাবে টাটকা রসে ফুসকা খাবে ঝাল
বিড়াল ছানা ভাবছে বসে হেমন্ত আহ্ শেষ
চা কফিতে শীত ঋতুটা জমবে এবার বেশ।