যাচ্ছে সবই চুলায়
-শাহীন রায়হান
.....
নাকাল পথের ধুলায়
রাস্তা জুড়ে সারি সারি
সকাল দুপুর চলছে গাড়ি
জ্যামের গুঁত্তোয় পিষ্ট জীবন
কত্ত বলুন কুলায়!


ঘুরছে চাকা ফুটপাতে
ধুলো ধোঁয়া উৎপাতে
যায় না দেখা সামনে কিছু
কষ্টে দু'চোখ গুলায়।
নেই তবু আজ বিরাম
ঝাপসা জীবন চলছে ছুটে
ভীড় ঠেলে অবিরাম
জ্যাম ধোঁয়াটা সঙ্গী হয়ে
মাথাতে হাত বুলায়।
রাস্তাটা তাও নেই তো ফাঁকা
চলছে ছুটে গাড়ির চাকা
সময় জীবন ফিকে হয়ে
যাচ্ছে সবই চুলায়।