মন উচাটন
-শাহীন রায়হান
...
মনটা আমার ছন্ন ছাড়া পাগলপারা প্রজাপতি
শ্রাবণ নদীর ঢেউ থেকে পায় হাওয়ার বেগে উড়ার গতি


দস্যিপনার ঘোড়ায় চড়ে
যায় হারিয়ে তেপান্তরে
জ্যোৎস্না ভাঙা চাঁদের গাঁয়ে
রামধনুকের খোলা পায়ে
চুমকুঁড়ি রং মাখে
সাদা মেঘের দুধের সরে
রাজকুমারের প্রাসাদ গড়ে
নীল আকাশের সামিয়ানায়
মেঘপরীদের মোমের ডানায়
তারার নূপুর আঁকে।


তারপরে ঝাউ শটি বনে মুগ্ধ ঝিঁঝিঁর গানে
মন উচাটন ফিরে আসে দূরন্ত সাম্পানে।