মুজিব
-শাহীন রায়হান
..
দৃপ্ত হস্তে তর্জনী তুলে সাহসী দুর্বার
মুজিব এঁকেছে বিজয় নিশান পদ্মা মেঘনা পাড়
বুকের জমিন মহাকাশ যেন কন্ঠে ঠাসা আগুন
শোষক পুড়িয়ে এনেছে স্বাধীন ন্যায্য পাওনা ফাগুন।


পায়ে দলিয়ে শোষণপীড়ন পুণ্য স্বদেশ চুমি
মুক্ত করেছে এই মাটি মা পাহাড় সাগর ভূমি
ছড়িয়ে গেছে শ্লোগান তাঁর ছড়াবে চিরদিনই
তিনি এভারেস্ট বঙ্গবন্ধু পিতা নামে যাকে চিনি।


একাত্তরে  যাঁর শ্লোগানে অবাক হয়েছে বিশ্ব
পঁচাত্তরে তাকে হারিয়ে আমরা হয়েছি নিঃস্ব
কিন্তু মনে ঝিকিমিকি আজও মুজিবের ছবি নড়ে
যুগে যুগে মুজিব আসছে আসবেই এদেশের ঘরে ঘরে।