পথশিশু
-শাহীন রায়হান
...
আঁধার আঁধার আবছা আঁধার
কাটছে না তো ঘোর
কাঁপছে শিশু হিম কুয়াশায়
আসবে কখন ভোর!


নেই হারিকেন আলোর মশাল
কিংবা কুপি বাতি
ঝিকিমিকি রাতের জোনাই
ওদের নীরব সাথী।


কি পরিচয় জানো ওদের?
ওরাই যে পথশিশু
ফুল বাগিচার তুলতুলে ফুল
সত্য ন্যায়ের যিশু৷


ওদের কথা ভেবে
সুতোকাটা চাঁদের বুড়ি
নিত্য জ্বলে নেভে৷


রোদ ছানারা জ্বলমলিয়ে
পোশাক বানায় গায়ের
টাপুরটুপুর শিশিরকণা
নূপুর পরায় পায়ের।


রুমঝুম রুম বৃষ্টি মেয়ে
পায়ের পাতা ধোয়ায়
পথশিশুদের জীবন কাটে
প্রকৃতির-ই ছোঁয়ায়।