প্রিয় বর্ষাকাল
-শাহীন রায়হান
...
সবুজ ঘাসের গালিচাতে
কদম কেয়ার ডালা
নীল আকাশের চিকন গলায়
কালচে মেঘের মালা।


ঢুলুঢুলু ডাহুক ছানা রূপোর নদীর বাঁকে
ঝাউবনে খায় লুটোপুটি ঢেউয়ের ছবি আঁকে
ঝিরিঝিরি ভেজা হাওয়া ছুঁয়ে স্বর্ণলতা
দোল দিয়ে যায় বন শিরিষে ভাঙে নীরবতা।


ঠা ঠা ঠা রৌদ্রমাখা গরম গ্রীষ্মকাল
হারিয়ে গেছে লাল টুকটুক কৃষ্ণচূড়ার ডাল।


কড়মড় কড় মেঘের ডাকে
বেতস ঝোপে পাতার ফাঁকে
জলকলকল শাপলা বিলে
নেমে এলো টেংরা ঝিলে
শটিবনে সবার মনে মনময়ূরীর পেখম ছুঁয়ে
প্রিয় বর্ষাকাল।