প্রিয় বংশাই
- শাহীন রায়হান
...
সাদা কপোতের পায়ে রোদের নূপুর
কিশোরীর দুই ঠোঁটে মধ্য দুপুর
ছুঁয়ে যায় কচুরীর দলছুট গদি
ধামরাই তীরঘেষা বংশাই নদী।


সোনারঙ গাঙচিল মত্ত খেলায়
একঝাঁক পাতিহাঁস কোরাস মেলায়
টুপটাপ ঝংকারে কথা কয় জল
মেটেরঙ গায়ে মাখে কিশোরের দল।


ঝমঝম সুর তোলে বাতাসের রেল
পাখির ডানায় নামে হলুদ বিকেল
লেবুর তলায় ফোটে ভুঁইচাপা ফুল
নব কোলাহলে জাগে বংশাই কূল।


সাভারের তীর ছোঁয় ছোট ডিঙি নাও
গোধূলির লাল মাখে জেলেদের পাও
চাঁদবুড়ি ছবি আঁকে প্রিয় রং নীল
বংশাই বুক জুড়ে তারার মিছিল।


হিম হিম হাওয়াতে ওস ঝরে টুপ
পাতি কাক কা কা ডেকে যায় খুব
হৃদয়ের জানালায় শার্সিটা নাই
খোলা বুকে জেগে থাকে প্রিয় বংশাই।