তোমার বিরহ বেলুন
-শাহীন রায়হান
....
মনের উঠোনে দাগ কেটে কেটে
প্রজাপতি রং সারাদিন আনমনে এঁকে যায়-
মৃত প্রায় বিষখালী হরিণঘাটার ধূ ধূ বালুচর
সর্পিল পায়রার সমুদ্রগামী ফেনায়িত লাল মোহনা
এক বিকারগ্রস্ত জলময়ুরীর ছবি।


পুরনো স্মৃতির ঝলসানো ক্যানভাস থেকে
পলেস্তরার মতো খসে পরে
আলুথালু চিরচেনা স্বপ্নীল দুটি হাত-


বেখেয়ালি মন হেঁটে যায়
নদীমুখী জল থৈ থৈ কালমেঘা খাল পেরিয়ে
বকমুখী নলটোনা ঘাটে।


বুকের চিকন সরল রেখায় থেমে থেমে দোলখায়
এক দিকভ্রান্ত দুর্ভাগা গো-শালিক
তার জরা চোখে বরাবর বেহিসাবি আমি
জীবনের নতুন পুরনো সব হিসাব মিলাই


তারপর পীতরঙা পৃথিবীর কোমল নিতম্ব ছিঁড়ে
জেগে ওঠে ঘুমন্ত লাউ মাচা, দূর হিজলের বন
আমার লাজুক মনের ভাঁটফুল দাওয়ায়
ঝড় তোলে পশ্চিমা বাউরি বাতাস
আর পলাশের লাল পাপড়ি ছুঁয়ে নীরবে উড়ে যায়
তোমার বিরহ বেলুন।