তুমি যে আঁধার পরী - আঁধার ঘরে আলো নামো
তুমি যে আঁধার পরী - গ্রীষ্ম হৃদয়ে বর্ষা নামো।


কী অপরূপ ফাগুন হাওয়ায় দোদুল দোলে, দোদুল দোলে।
একি ঘোর রাত্রিবেলা তুমি সুখ জাগিয়ে দিলে।
আহা ! কি যে ভালো লাগল আমার; তোমাতে সঙ্গী হয়ে।


কাজল কালো ঐ চোখেতে কি যে সুখ,স্বপ্ন আছে।
মনে ঘোর বিষাদ বেলায় শ্রাবণের ঝর্ণা নামে।
কী যে বোল মিষ্টি আহা ! নতুনের স্বপ্ন বোনে।


তুমি যে আঁধার পরী - আঁধার ঘরে আলো নামো
তুমি যে আঁধার পরী - গ্রীষ্ম হৃদয়ে বর্ষা নামো।


ডায়েরীর পাতায় পাতায় এঁকে রাখা তোমার ছবি,
জাগে সব রাত্রিবেলা, শুধায় সে কোন সে হাসি।
ঘোর ঘুমে স্বপ্ন দেখি, তুমি আজ আমার পাশে।


জড়িয়ে ঠোঁটখানিতে কচি লাল গোলাপ হাসে।
গড়িয়ে, যায় গড়িয়ে; কি যে সুখ বর্ষা নামে।
আহা ! কি আনন্দ এপারটাতে ! কি যে সুখ ওপারটাতে।


তুমি যে আঁধার পরী - আঁধার ঘরে আলো নামো
তুমি যে আঁধার পরী - গ্রীষ্ম হৃদয়ে বর্ষা নামো।


জড়িয়ে আমার বাহু, কোল ছুঁয়ে নিদ্রা আছ।
আমি ঘোর রাত্রিবেলা আঁধারে আলো খুঁজি।
একি ঘোর মনের মাঝে ; ছুঁয়ে সব ওলট-পালট,
আমি যে স্বপ্নতরী, তুমি যে আঁধার পরী।


তুমি যে আঁধার পরী-আঁধার ঘরে আলো নামো
তুমি যে আঁধার পরী- গ্রীষ্ম হৃদয়ে বর্ষা নামো।