দেখেছি সেদিন-
এক বড় বাবু দিচ্ছে চাপড়
রিকশাওয়ালার গালে।
ভুল শুধু এই-
চাকার ধুলো
লেগেছিল দামি খালে (প্যান্টে)।
অমনি ধরে চড়-চাপড়ে
দিলে আধমরা করে।
হাজারো লোক তাকিয়ে আছে
দেখে সে নাটক।
বাঁচাবে কেবা;
অবাধ দয়ার কেবা সাগর?


হঠাৎ করেই-
জিজ্ঞাসিলে এক আগন্তুক,
হয়েছে কি ভাই?
অমনি মেরে আধমরা করে দিলে
ভুল টা কি জানতে পাই?


জবাবে বললে বাবু গুষ্টি উদ্ধার করে -
শালা রিকশাওয়ালা
নোংরা ধুলো গায়ে লাগিয়ে দিলে।
শালা জোচ্চোর-
জানে নাকি আমার এ পোশাকের মর্ম?


বললে আগন্তুক হেসে-
গালাগাল দিয়ে গুষ্টি উদ্ধার
এই কি বড়বাবুদের ধর্ম?