চার দেয়ালে বন্দী জীবন
বন্দী তুমি আমি।
চার দেয়ালে গল্প আটা
সবার চেয়ে দামি।


চিকন সুতো, রঙিন ঘুড়ি
আকাশ পানে ওড়ে।
স্বপ্ন এঁকে মেঘের ভাঁজে
আবার ঝরে পড়ে।


বিকেল বেলা ছাদের পড়ে
এলোচুল তব হাসে
কার্নিশ পরে লাজুকলতাটা
সেই প্রেমেতে ফাঁসে।


চায়ের কাপে সন্ধ্যেটা তব
তুমি ছাড়া মিছে।
সবাই সবার গল্পটা বলে
তবে সবাই যেন পিছে।
চার দেয়ালের ফ্রেমেতে বন্দী
গল্পটা যেন কিযে?
শুনলে পরে বলবে তব
সবকিছুই যেন মিছে।


চার দেয়ালে বন্দী জীবন
বন্দী তুমি আমি।
চার দেয়ালে গল্প আটা
সবার চেয়ে দামি।


প্রথম প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২০
অনলাইন প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২০