হে ভাই কেঁদোনা তুমি
আজও শরীর মাঝে বইছে
উত্তপ্ত লহুর বেগবান ধারা।
সেদিন বুলেটের হিংস্র থাবা
যারা হেনেছিল তোমার বক্ষে।
বহুকাল পর আজ
খুঁজে পেয়েছি তাদের।
এ বাংলার মাটিতে
তাদের বিচার হবেই।
এবার শুধু অপেক্ষার পালা।
কেঁদোনা তুমি, আর কেঁদোনা।


লহুর সিক্ত ধারায় জড়িয়ে
যখন উচ্চারিলে
এ দেশ আমার, এ মাটি আমার।
ভুলিনি সেই সুর, আজও কানে বাজে।
হারিয়ে যেতে দেইনি সে দেশ ;
বজ্রকণ্ঠে, দীপ্ত শপথে-সংগ্রামে
এনেছি স্বাধীনতা।
এনেছি সে দেশ,
সোনার বাংলাদেশ।
স্বাধীনতার রক্তিম সূর্য এনেছি
বাংলার সবুজ শ্যামল প্রান্তরে
হে ভাই কেঁদোনা তুমি
আর কেঁদোনা।