দেখিলাম যে আমি তোমায় কৃষ্ণচূড়ার পাশে।
আকাশ থেকে পরী নেমে দুনিয়াতে কেন আসে?
কালো নয়নের কাজল কেড়ে নিয়েছে মন মোর।
চেহারা তাহার সকাল সূর্য,
ছাড়া হয়েছে যে ভোর।
ঠোঁট দুটি তার লাল গোলাপের পাপঁড়ির ছড়া।
বাতাসে তাহার কেশ উড়েছে
ভাবিয়া হইলাম সাড়া।
তোমার কদম বিছিয়েছে স্নেহ-মায়া,
সেই মাটিই হবে মোর ছায়া।
আমার এ মন বুঝিতে চায়না
পাবো কি তোমারে?
কোনদিন যেন সকাল হয় না
আলো আসে না ধারে।
কোথায় পাবো তোমাকে আমি?
কি করিতে হবে?
প্রাণ চাইলে প্রাণ দিব।
তুমি আসিবে কবে?