বিজ্ঞান শিক্ষক স্যার হৃদয় চন্দ্র মন্ডল
যুগে যুগে তাঁরা আসে অবতার হয়ে।
কেবা বলে বিধর্মী তাঁরে,
খুজে দ্যাখ মোহাম্মদ তাঁর ভিতরে।
ধর্মের তকমা লাগিয়ে লেবাসে মুসলমান,
ধর্ম অবমাননার অপবাদে
ধ্বংসিতে তাঁর সম্মান।
বস্তুত তাঁরই হয়েছে জয়,
তোদেরই চিরপরাজয়।


কারাগারের আঁধার প্রকোষ্ঠে থেকেও
যিনি গেয়েছেন সাম্যের গান।
নীরব পরশে বুলায়ে হাত
ছাত্রকে বুকে দিয়ে টান
বলেছেন অবুঝ ওরা, বুঝেনিকো।
আমি শিক্ষক, ক্ষমাই আমার ধর্ম।


ওরে এইতো মোহাম্মদ,
এইতো ইসলাম, এইতো শান্তি।
হোক না নাম তাঁর চন্দ্র-মন্ডল
কিবা আসে যায়?
যদি হৃদয় মাঝে থাকে মোহাম্মদ
তব নেই কোন কিছুতে ভয়।
ক্ষমার ধর্মই তাঁরে মানুষ করেছে,
করেছে চিরবিজয়ী।


                            
                           প্রথম প্রকাশ:
                           চৈত্র ৩০, ১৪২৮ বঙ্গাব্দ
                           এপ্রিল ১৩, ২০২২ খ্রিস্টাব্দ