গণিতের চারের মত


তোমায় জড়িয়ে,


ঈষৎ উষ্ণ পরশে হারিয়ে।


তোমার লুকোনো মুখ


আমার বুকে।


আমি অজানা স্বর্গসুখে


ডান পা টা গায়ে তুলি প্যালেস্টাইন ভাঁজে।


মাথার নিচে


সমবাহু ত্রিভুজের


কোণগড়া বামহাত


থাকে অজস্র ত্রিভুজ সাজে।


এলোকেশী চুল তোমার


আমার মুখপরে


আঁকে বক্ররেখায়


কতশত আল্পনা।


ঘুমঘোরে চলা


এলোমেলো সুর


থামছেনা, যেন থামবেনা।


অর্ধবৃত্তাকার চোখের পাতায়


খেলা করে পাপঁড়ির দল।


চোখ গড়ে নুনজল


লেগে থাকে একটা কোণায়।


পেটজুড়ে চলে


শ্বাসের যুদ্ধ


গাণিতিক হিসাব


আর মেলে না।


গুটিসুটি মেরে


স্থুলকোণের পা


হয়ে যায় সূক্ষ্মকোণ।


সমান্তরাল তোমার আমার


আয়তাকার খাটে


ভাঙে সর্বসম ঘুম।