তোমার হাতে বলের ছড়ি তাই তুমি আজ অমন,
যখন তখন যে যার নামে করছো জারি সমন।


ভাবের ঘোরে একটু করে রোজ গেছ বেশ বখে,
আমায় শুষে প্রাণ ঢেলেছ তোমার আপন সখে।


তুমি তো ভাই দারুণ মানের নাট্যকার এক ঠগী,
নেইকো কোথাও তোমার মতন এমন প্রবঞ্চকই।


রোজ গড়েছ গয়না বিবির কানে গলার-নাকের,
তোমার ঘরে সোনার বিবি আমারটা কি খাকের!


দেদারসে ঘুষ যাও খেয়ে বেশ সকাল ও সন্ধ্যায়,
তোমার ছেলেই ঘুষ খাবে না কে নিবে তার দায়।


আমার ঘরে দীপ জ্বলে না তোমারটা ঝাড় বাতি,
আমায় তুমি নিংড়ে খেলে লোভের দুহাত পাতি।


তোমার গলে মেডেল ঝোলে আমার গলে দড়ি,
সকল হারা হয়ে যে আজ ঘোর বেঘোরেই মরি।


আজকে আমি সরল বলে অমন আঘাত জোটে,
তাই বলে আজ তোমায় বাপু ছাড় দেবনা মোটে।


অদ্য আমায় নব্য আওয়াজ নতুন কালে ডাকে,
শুনতে কি পাও গর্জেরে ওই নতুন দিনের বাঘে।


সকল দিকেই রবে যে মোর বীর বাহিনীর ঘেরা,
সে দিন তোমায় ছিঁড়বে খাবে হাজার শার্দূলেরা।


বিফল তোমার সমন জারি বিফলও বলের ছড়ি,
প্রাণের ভয়েই সে দিন তো বেশ করবে গড়াগড়ি।


আমার মতন কেউ দিবে না সেই দিন অভিশাপ,
চাবকে পিঠের ছাল তুলে হুম্ ধুইয়ে দিবে পাপ!
---------******---------
স্বরবৃত্ত=৪+৪+৪+২(অপূর্ণ পর্ব)=১৪
তারিখঃ১০/০৭/২০২১ইং
সময়ঃ০২:০০ ঘটিকা/মাওয়া