ওঠো খোকন জলদি দেখো প্রভাত যে হয় ঢের,
থালার মতোন সূয্যি মামা আজ উঠেছেন ফের।


ভোরের হাওয়ায় কইছে কথা কিশলয়ের সাথে,
আরশোলা সব ফেরত গেছে ভেন্টিলেটরটাতে।


রাতের  সাপও গর্তে গেছে  ঘুমিয়ে গেছে বাদুর,
শিশিরজলে ভিজল তোমার দূর্বা ঘাসের মাদুর।


দোরের পরে দাঁড়িয়ে দিবস রোদ ভরা দুই মুঠো,
টিকটিকিটা ঠিক ঠিকিয়ে বলছে খোকন ওঠো।


ওঠো খোকন ওঠো এবার ঘুমটি তোমার রেখে,
আতপচালের ক্ষীর করেছি একটু দেখো চেখে।


কাল না খেলা যত খেলা খেলতে তোমার সাথে,
গাইয়ের বাছুর নাচছে বড়ো একলা উঠানটাতে।


জানতে হবে রাখতে মনে সকাল বেলার হাওয়া,
শুধুই হাওয়া নয় সে মোটে লক্ষ টাকার দাওয়া।


সকাল সকাল উঠবে খোকন মাখবে গায়ে বায়ু,
মন হবে বেশ ফুরফুরে আর পাবে নিরোগ আয়ু।


খোকন আমার দুষ্টু বড়োই বেজায় পাঁজি ছেলে,
কখন থেকে ডাকছি দেখ দেখল না চোখ মেলে।


খিড়কীখানি ভিড়িয়ে দিলে আসলো দিবালোক।
আমার খোকন উঠলো এবার এই খুলেছে চোখ।


         -----------***-------------
তারিখঃ১৯/০৬/২০২১ ইং
সময়ঃ০২:০০/মাওয়া