অনিন্দ্য এই কথারমালা,
মনে দিলে নাড়া,
রাশিরাশি গদ্য তোমার,
পদ্য ভাড়া ভাড়া।
প্রজ্ঞা তোমার বিজ্ঞ বটে,
উচ্চ তোমার জ্ঞান,
দিবস নিশীথ যাচ্ছ করে,
সাহিত্যেরই ধ্যান।
ঠিক করেছি গদ্যে পদ্যে,
স্রোতে ভেসে যাব,
তুমি তবে নিজকে কবি,
ক্ষুদ্র কেন ভাবো।
তোমায় কবি কেবা চিনে,
কিবা লোকে জানে,
সাহিত্যে তো বাধা সবে,
সাহিত্যেরই  টানে।
তবু যখন নাও ভাসালে,
ভালোবাসার নদে
আশীর্বাদেই পুষ্ট হলেম,
পুষ্প দিলেম পদে।


------***-------