এই দুনিয়ায় নেইকো মা যার তার জীবনে হা রে,
ভোর আকাশের শেষ কিনারায় সূর্য ওঠেই না রে।


সকল ধর্মে মা কথাটাই দয়া মায়ার আরেক নাম,
মা ছাড়া যে শূন্য সকল ঘর আর বাহির বিশ্বধাম।


ছোট্ট বেলায় মা মা ডেকেই যেতাম মায়ের পাছে,
"মা"এর মতন মধুর এমন ডাক কি আরেক আছে।


কারণ ছাড়াই এক নাগাড়ে ও মা মা মা মা  ডাকা,
মায়ের হাতে খেতাম কতোই কান মলা আর বকা।


রেগে মেগেই বলতো মা কেন করিস ডাকা ডাকি,
নিজের মা'কে ডাকতে আবার কারণ লাগে নাকি।


মা'যে তখন জড়িয়ে আমায় বলত ওরে পাগলাটা,
আমি যখন থাকবনা আর তখন কাকে ডাকবি হাঁ?


মা'র সে কথা আজ ফলেছে আজ আমি খুব একা,
লাখ-কোটি বার মা মা ডেকে পাইনা মায়ের দেখা।


আমিও তো আজ মা হারা সে দুর্ভাগাদের কাতারে,
মা গিয়েছেন আমায় রেখে একলা অকূল পাথারে।


মায়ের হাতের সেই পায়েসটা ত্রিভুবনে হয়না আর,
অন্য কারোই পাকের হাতে পাইনে খুঁজে গন্ধ তার।


যেই মা'টা মোর ভুবন জীবন গড়লে আপন হাতে,
সেই মা'টি আর থাকবেনা তার এ ছেলেটির সাথে।


যে মা'র ঋণ আর শোধ হবেনা সাত জন্মের পরও,
আল্লাহ তা'লা সেই মাকে মোর ভেস্ত নসিব করো!


                ---------*******---------
তারিখঃ২১/০৬/২০২১ ইং
সময়ঃ২১:০০ ঘটিকা/মাওয়া