কবিতাঃ  "নীলচে বিষ"
    কবিঃ   বর্ণ


তারিখঃ০৫/০৬/২০২১ ইং
  সময়ঃ ২৩:৪০ ঘটিকা


লালচে চাঁদের নীলচে বিষে,
পরান আমার  ছিলে  মিশে,
পান   করেছি  অঞ্জলিতে  ভরে।


তোমার ধোঁকায় প্রাণ হারিয়ে,
যাইনি কোথাও আগ বাড়িয়ে,
নেই অনুযোগ তবু তোমার তরে।


জীবন নিলে,তাতে কি আর,
জীবন, মরণ  সবই তোমার,
প্রথম যেদিন আপন করে নিলে।


আমি সেদিন সবচেয়ে বেশি,
কিসের লাজে লাল  হয়েছি,
কাঁপ উঠেছে সেদিন আমার দিলে।


সেদিন থেকে বেজায় খুশি,
তোমার কথায়  উঠি- বসি,
আমায় তুমি চালাও তোমার মতো,


আজকে হঠাৎ কিসের রাগে,
বাঁজের  মতন  ক্ষিপ্র  বেগে,
আঁচড়  কেটে  করলে  বুকে  ক্ষত।


প্রিতম তোমার বুঝি না মন,
কখন আষাঢ়, কখন শ্রাবণ,
কখন তুমি ফেললে আমায়  খাদে।


কিসের তরে মুখ ফিরিয়ে,
কলজে ভরা যাতন  দিয়ে,
তৃপ্ত হলে প্রিয়তম কেমন বুনো স্বাদে।


  ------****-------