চাইলে তুমি আমার মাঝে হারিয়ে যেতে পারো,
আদর দেবো সোহাগ দেবো কষ্ট দেবো আরো।


ভালোবাসায় সিক্ত তুমি রিক্ত আমার আকাশ,
চাঁদ হয়ে তাই হবে তোমার চন্দ্র রূপে বিকাশ।


তোমার হাতের রেখার পরে আমার রেখা ছুঁয়ে,
আদর আদর লড়াই হবে আমরা কেবল দু'য়ে।


চাঁদনী রাতেই কইবো মনের সব কথা না বলা,
আদর ছাড়াও হয় কি প্রেমের পূর্ণ ষোল কলা!


তুমি আমায় করবে সোহাগ খিলখিলিয়ে হেসে,
আলতো করে করবে যা চাও অল্প ভালবেসে।


সোহাগ ছাড়াও হয়না যেমন প্রেমের সার্থকতা,
এই তো মোদের বিদূর প্রেমের মধুর বাস্তবতা।


রইলো কেবল ব্যথার কথাই ভরসা যদি থাকে,
আমার ব্যথা স্বীকার কর ভালোবাসার ফাঁকে।


গোলাপ কাঁটায় আস্তে করে করবো মনে ক্ষত,
হালকা ব্যথাই পাবে তখন চিমটি কাটার মতো।


অশেষ ভালো বেসে যাবে হাসবে কেঁদে কেটে,
কষ্ট ছাড়াই ভালোবাসার পিয়াস কি গো মেটে!


৪+৪+৪+২(অপূর্ণ পর্ব)=১৪
                    -------******-------
তারিখঃ১৬/০৭/২০২১ইং
সময়ঃ০৭:০০ ঘটিকা/মাওয়া