একজন বন্ধু এই দেশের, এই মাটির-
সুজলা সুফলা এই জনপদের।
এই জাতির সকল জাতের, এই ভূমির
সকল মানুষের এবং বাঙালির।


একজন বন্ধু মুসলীম লীগের, বিরোধী-
খাজা নাজিম,লিয়াকতের।
একটি সত্য স্বপ্নের, আপন বাংলার-
গণতান্ত্রিক কিংবা স্বাধীন দেশের।


একজন বন্ধু ভাসানীর, শেরে বাংলার-
কোন কালে আবুল হাশিমের।
নটোরিয়াস তাজউদ্দীনের কিংবা মনসুর-
এবং লিডার সোহরাওয়ার্দীর।


একজন বন্ধু কারাগারের;ঢাকা কিংবা-
ফরিদপুর জেলের বিভিন্ন সেলের।
এই রণভূমির সকল বিদ্রোহী -
সিপাহি অথবা জেলারের।


একজন বন্ধু ছয় দফার;ছাত্রদের-
কৃষক, শ্রমিক মুটে-মুজুরের।
উনসত্তরের অভ্যুত্থান, অজ্ঞাত শহীদের-
কবিতায় নির্মলেন্দু বা হেলাল হাফিজের।


একজন বন্ধু এক মহান নেতা,
সত্তরের বিজয়ী আওয়ামীলীগের।
এক মুকুটহীন রাজা-দোসর
ক্ষমতা লোভী ভুট্টো ইয়াহিয়ার।


একজন বন্ধু রেসকোর্সের দশ লাখ লোকের,
রেডিওর শ্রোতা সাত কোটি প্রাণের।
এবং অমর স্রষ্টা ঐতিহাসিক ভাষণ -
রুদ্ধ শ্বাসের ফাল্গুনের।


একজন বন্ধু লাখো শহীদের,একটি যুদ্ধের
সাতচল্লিশ থেকে একাত্তরের।
দোসরের অন্ধকার কারাগারের-
কিংবা সাহসী জিন্দা কবরের।


একজন বন্ধু এই মাটি ও মানুষের-
যুদ্ধ বিধস্ত দেশের।
এবং নেতা জনগণের সমাজতান্ত্রিক
প্রতিবাদী বাকশালের।


একজন দূর্ভাগা বন্ধু রক্তাক্ত আগস্টের!
স্বপরিবারে ৩২ নম্বরে।
হিংস্র মেজরের নির্মম বুলেটের-
রচিত অমর ইতিহাসের।


একজন বন্ধু পদ্মার তীরে,মাঝির কলতানে
একজন বন্ধু লাখো শহীদের যুদ্ধের ময়দানে।
একজন বন্ধু শত থেকে হাজার বছরের-
একজন বন্ধু মুজিব থেকে লক্ষ মুজিবের।


উৎসর্গ : জাতির জনক শতবর্ষী শেখ মুজিবের পূর্ণ স্মৃতির স্মরণে।