বাংলার স্বাধীনতা ~ ~
স্বাধীনতা এক অমূল্যরতন, পরম পাওয়া, বাংলা ভাষায় তৃপ্তিতে গান গাওয়া,
কৃষক জনতা, ললনা যুবা, বুদ্ধিজীবিদের অমলিন চাওয়া,
স্বাধীনতা বাংলা মায়ের দামাল ছেলে মেয়ের আগ্রাসী বাহীনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পরা,
উর্দু নয় হায়েনাদের চাপিয়ে দেয়া কোন ভাষা নয়, বাংলা মায়ের ভাষায় কথা বলা,
স্বাধীনতা লাল-সবুজে পতাকা হাতে খুকা-খুকির খেলা, বুক ফুলিয়ে আমজনতার বাংলা মাঠে পথ চলা,
পৃথিবীর মানচিত্রে একখন্ড বাংলা আবাসভূমি চীরস্থায়ী পাওয়া,
স্বাধীনতা জাতীর জনক বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ, মজলুম জননেতা মওলানা ভাসানীর ব্রিটিশ বিরোধী ৬৯ এর গণ অভ্যুথানের গণ আন্দোলন,
চট্টগ্রাম কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর পক্ষে শহীদ বীর উত্তম মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা,
স্বাধীনতা স্বারবভৌমত্ব, স্ব-সরকার, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক পথ চলা,
স্বাধীনতা , স্বাধীনতা  চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, স্লোগান চলছিল সর্বত্র,
দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামে এলো মোদের স্বাধীনতা ,
ফলে বিশ্বের মানচিত্রে নবজন্ম নিলো একটি দেশ,
চীর সুশোভিত, রূপ চঞ্চলা, শ্যামলা, সবুজে আচ্ছাদিত নব ভূখণ্ড বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতা সকলে গর্ব ভরে বলতে পারা " আমি বাংলাদেশী, বাংলা আমার মাতৃভাষা"
স্বাধীনতা মানে জাতিসংঘ ইউনেস্কো হতে আন্তজাতিক দিবস ২১শে ফেব্রুয়ারী পাওয়া,
স্বাধীনতার টানে সবুজ চারিপাশে বেড়ানো, বসন্তে কোকিলের ডাক, বর্ষায় ব্যাংগের ডাক শোনা, টিলের চালে নিঝুম বৃষ্টির শব্দ, শীতে হলুদে সরিষা ক্ষেত দেখে চোখ জুড়ানো , বহমান নদনদীতে পালতোলা নৌকায় চড়ে দূরে কোথায় ছুটে চলা আবার সন্ধ্যা হবার পূর্বে নীড়ে ফিরা।


~~~ লেখকঃ রেজাউল আবেদীন, ২৫শে মার্চ, ২০২১ইং, লিসবন, পূর্তগাল।