রাজাধিরাজ ও তার হাবীব~~~

খোদার অস্তিত্ব আছে খালি চক্ষে দেখি না তারে,
অন্তর চক্ষে ভাবিলে অনুভবে পাবে কাছে তারে,
মিলিতে পারে তারে অতি নিকটে তোমারি,
শাহ-রগেরই কাছে {সূরা কাফ-১৬},  ,
তিনি যদিও আছেন সমাসীন সেথায়,
যেথায় আরশে আজিম অবস্থিত [সুরা : ত্বহা, আয়াত : ৫],
মোরা ইনসান অতি ক্ষুদ্রকায় সৃষ্টি তারি,
পারিনা উপলব্ধী ব্যতিরেখে ধরিতে তারে,
তাইতো তিনি বলেন, "যখন প্রাণ ওষ্ঠাগত হয়, এবং তোমরা তাকিয়ে থাকো, এবং তোমাদের চেয়ে আমি-ই তার বেশি কাছে থাকি। কিন্তু তোমরা দেখতে পাও না। {সূরা ওয়াকিয়া-৮৩,৮৪,৮৫}",
"তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। {সূরা হাদীদ-৪}"
"আল্লাহ তায়ালার কুরসী আসমান জমিন ব্যাপৃত। {সূরা বাকারা-২৫৫}"
পয়গাম্বর মুসা (আঃ) পেরেছিল একদা তুরে সিনান পর্বত উপত্যকায় মিলিতে তারে, ঐশ্যি নূরের প্রভায় পাহাড় জ্বলে পুড়ে ছাড়কার,
তবু বন্ধু জ্বলেনি তার, কারন তিনি তাকে ভুলেনি!
সমগ্র সৃষ্টি জগতের সেরা সৃষ্টি যিনি তিনি হলেন আমারি প্রিয় নবীজি (সাঃ),
তার প্রিয় হাবীব (সাঃ) কে ইসরা হয়ে নিলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে,
ঊর্ধ্বাকাশ ভেদিয়া, ফেরেশতা জিব্রাইল (আঃ), বোরাক, রফরফ...
মেরাজ রজনীতে আল্লাহ তায়ালা রাসুলকে (সাঃ) বিশেষ উপায়ে ঊর্ধ্বজগতে পরিভ্রমণ করালেন তার দীদার দানে প্রিয় বন্ধুকে ধন্য করলেন, আল্লাহ্‌র সনে গুপ্তবাক্যালাপ ও হলো, বেহেশতে সালসাবিল ও কাউসার নদী ও দোজখ, বায়তুল মামুর সবি দেখালেন, পাঁচ ওয়াক্ত সালাত উপটৌকন দিয়ে দুনিয়ার বুকে সসম্মানে ফেরত পাঠালেন, সুবহান আল্লাহ্‌ ।
এমন মর্যাদা না পেয়েছে কোন ফেরেশতা, না পেয়েছে তার পূর্বে অন্য কোন নবী- পয়গাম্বর (আঃ), তাইতো তিনি নূর নবীজি মুহাম্মদ (সাঃ) রাহমাতাল্লিল আলামিন।
অন্যত্র, রাজাধিরাজ তিনি চিরঞ্জীব, তিনি পরাক্রমশালী, ক্ষমতা, রাজত্ব, পরিচালনা, নিয়ন্ত্রণ, জ্ঞান, দৃষ্টি ইত্যাদি সর্বত্র ও সব কিছুতে বিরাজমান।


~~~~ রচনাঃ ১০/০৩/২০২১ইং, রেজাউল আবেদীন।