ব্যথা দাও —কেঁপে উঠুক আরশে আজিম
আমার প্রার্থনায় ; যেন আয়নায় দেখে অপরিচিত লাগে,
তারপর,তুমি দেখে চিনলে না আমাকে —একদিনও;
পথের পাশ ধ'রে যেন হেটে গেলো মৃত মানুষ |
ব্যথা দাও — ফেরেশতারা প্রশংসা করুক রবের কাছে,
সিজদার দাগ যেন কপালে  লাগে—নিখুঁত কালো |
ব্যথা দাও—অক্লান্ত দৌড় দেই সাফা-মারওয়ায়,
কাঁধ মিলিয়ে হাটি হারিয়ে যাওয়া সত্ত্বার সাথে |
ব্যথা দাও—নিজেকে চিনি,
সন্ধ্যায় ফেরা পাখি, নিজ ঘর খুঁজে নেওয়ার মতন |