জগতে আমি বাস করি কিছু অনাকাঙ্ক্ষিত
অপছন্দের মানুষ আর পরিবেষকে নিয়ে;
যেখানে মন, হৃদয় শীতল করা বা মনের মত
মানুষের সংখ্যা হাতে গোনার মধ্যে।
যারা জলের বদলে আগুন জ্বালায়, শান্তির পরিবর্তে
ঐচ্ছিক অশান্তি বাঁধায় হিংসায় জ্বলেপুড়ে...


তবে আমার আর একটা বাড়ি আছে
কোথায়? আমার মন-যমুনা-নদীর পাড়ে;
সেখানে এক সবুজ মাঠ আর গোবর্ধন পাহাড়...
প্রচুর বাছুর চরে, নানা রঙের ফুল ফোটে,  
হাজার পাখি গান গেয়ে যায় তরুর শাখায়...
অজগর সম রাস্তা নেই, নেই বড় অট্টালিকা,  
কি চাও! বিশুদ্ধ ফল! অক্সিজেন! প্রাণ পাচুর্য!
বন্ধু, তুমিও দেখতে পাবে স্বর্গীয় সেই বাড়িকে;
ডুব দাও মনের গভীরে...
দেখতে পাবে কজন মনের মত মানুষকে
যারা শুধুই হাসেন, কাঁদতে জানেন না কখনও।