গ্রামের নাম ফুলকুলি
    তার পাশে বটগাছ
ঝুরিতে ভরা ঝুলি।

ইস্কুল ‘ফতেমা ফুলকুলি’
    একদিন ঘুরেছিলাম
আজ সব গেছি ভুলি।

গ্রামের নাম-তো ফুলকুলি
    ফুলগাছ নেই বেশি
বৃক্ষদের কোলাকুলি।

একতারার গাঁ ফুলকুলি
  সকালসন্ধ্যে বাউল সুর
মন আকুলি বিকুলি।  
  
দৃঢ় প্রত্যয়ের ফুলকুলি    
    মিলেমিশে প্রতিবাদে
ভালোবাসার কথাকলি।  

বৃষ্টিতে ডোবা ফুলকুলি
     কাঁদা মাখা ফুটবলেও
কারা যেন খেলে ভলি!

কৃষ্ণচূড়া রাধাচূড়ার ফুলকুলি
     কোকিলরা গায় গাছে
মোহনের সুরতুলি।

মিঠে গাঁও ফুলকুলি
  খাঁচায় থাকেনা পাখি
হাতে বসে বুলবুলি।  

অজ গাঁও ফুলকুলি
     গ্রামে সহজ লোক
ডিজিটালাইজেশান মামুলি।