বৌদ্ধ সন্ন্যাসী জৈষ্ঠ্য রৌদ্রে শ্রান্ত হয়ে
জল মাগিছেন চন্ডাল কন্যার কাছে--
"আমি পথ শ্রান্ত, তৃষিত
আমায় জল দাও---"
ডোম চন্ডাল কন্যা কেঁদে বলে, " আমার কূপের বারি অশুচি, আমি চণ্ডালের কন্যা---"
বৌদ্ধ সন্ন্যাসীর মুখ মন্ডলে প্রশান্তির হাসি,
"তুমি যে মানুষ, আমি সেই মানুষ,
সেই বারিই পবিত্র, যা তৃষিতের তৃষ্ণা নিবারণ করে,
হে কন্যা আমায় জল দাও----"
জল দান করে নব জীবন ফিরে পায়
সমাজের অবহেলিত, পতিত মেয়েটি।
একদিন সৌভাগ্যের মহিমায় মহিমান্বিত হয়ে
দেখা পায় সেই সন্ন্যাসীর,
"মুক্তির পথ বলো সন্ন্যাসী---"
সন্ন্যাসী বলেন, বলো কন্যে সুললিত কন্ঠে-
"বুদ্ধং স্মরণং গচ্ছামি
সঙ্ঘং স্মরণং গচ্ছামি----"
(কবি গুরুর চণ্ডালিকা কাব্যনাট্য অবলম্বনে
আজকে আমার নিবেদন। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা
দিলাম সবাই কে 🌹)