কার কান্নার সরগমে ব্যথার বাদ্য বাজে!
ভীমপলশ্রী-বাঁশি,কে গোরী বাসন্তী সাজে!

দখিনা রাত, আকাশে জাগ্রত অষ্টমী চাঁদ
নীল যমুনার পাড়ে কে আনমনা উন্মাদ!  

ঝিরিঝিরি কৃষ্ণচূড়ার মৃদুমন্দ বাতাস
ক্ষণে ক্ষণে পড়ে যেন কার দীর্ঘশ্বাস!  

প্রেম সুকঠিন,ব্যথায় জর্জরিত সুকুমারী
একা অবসাদে বসে,কোথায় সহচরী?

মুদিত নয়ন বিরহিত অশ্রুতে ভাসে হায়!
আনন্দ-প্রেমে ভরো মন,রীনাদাসী গায়।