মিথ্যে মুখ-ভাষণে আমার কবিতা নেই
আমলাদের বাকচাতুর্যে আমার কাব্য নেই  
আমি আছি হাভাত ঘরে, আছি নীলের নিচেই
আছি ছাপোষা জীবনের দৃপ্ত প্রতিবাদী গলাতেই।  


কবি জানে কাব্য-রসদ আছে সব খানেই
খোঁজে ভালোবাসাকে সত্য ভালোবাসা দিয়েই
উচিতকে খোঁজে যুক্তি সমর্থনের উত্তরেই
আছে মাঠ ঘাট সবুজ আর দৃঢ় চেতনাতেই।


মেকি ভাষণ দেয়নি অন্ন, সব ভুখা মানুষকেই
আকাশের নিচে, পড়েনি চাল কোন চাতুরতাতেই
কবি ঋষি-সম,কলম চলে মানুষের কান্নাতেই
কবি হাসে, মানুষের খুশি হাসির ঝর্ণাতেই।