সুজন সুজন করে বেড়াই
আছে কি সুজন?
খুঁজে চোখ অন্ধ হল
উথাল পাথাল মন।


চোখ থাকতে অন্ধ যে জন
তারে কে দেখায়?
বাক থাকতে বোবা যে হয়
তারে কে বলায়?


হাত থাকতে কাম হীন যে
তারে কি বলি?
আছে ঋজু পদ চলেনা পথ
তার সাথে কে চলি?


বিদ্যা আছে এক সমুদ্র
মগজ বুদ্ধি হীন
শিক্ষা দেয় অন্যেরে সে
নিজে শিক্ষায় দীন।


সুজন আর বলি কারে
হায়রে কলি কাল!
আজ যারে সুজন ভাবি
কাল সে পোড়ায় ভাল।