একুশের ধ্বনি বাতাসেতে শুনি
রক্ত রাঙানো পথ,
দিল যারা প্রাণ গেয়ে গেল গান
ছিল দৃঢ় শপথ।
নীল নিলীমায় আগুন ঘিরে রয়
প্রতিবাদে ওরা ক্ষিপ্ত,
পুঞ্জিত যত এষণা জিতে নেবার তৃষ্ণা
সবাই তারা লিপ্ত।
আঁচল ভিজে যায় রক্ত মেখে হায়
বসে মাতা নির্ঘুম,
কোল ফাঁকা হলো আঁধার ঘিরে এলো
স্বর্গে যাবার ধুম।
ফিরে এলো জয় বিনিময়ে ক্ষয়
আকাশে হলুদ সুখ,
জিতে গেল আশা আকাঙ্খিত ভাষা
শান্ত দেশের বুক।
বিমোহিত হলাম প্রিয় কবি।
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম।
ভালো থাকুন দিদি সব সময়!!
অনেক দিন পরে পাতায় এলেন। কেমন আছেন দিদি?
আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় কবিকে।