ওহে তরুণ তপন, লালে সিক্ত প্রভা,
সমাজের শিরদাঁড়া, তুই হৃষ্ট যুবা।
তোর পানে চেয়ে রয়, এই শুষ্ক ধরা!
দিনে দিনে ব্যাপ্ত যাহা, শুধু দিয়ে খরা।
বৈশাখীর মত্ত ঝড়, সজীবের নেশা,
টুটাবি তিমির রাত, মনে শত আশা।
বাহুতে নবীন বল, চোখেতে সাহস।
আবিষ্কারে উদ্যমতা নেইতো সন্তোষ।
তোদের নতুন প্রাণে, সত্য শুধু দোলে।
সাহস ন্যায়ের অস্ত্র, মুখে হাসি খেলে।
তোরাই আনবি জানি, নবজাগরণ!
পায়েরই ভৃত্য সম, জয় হবে রণ।
পুরাতনের কুর্নিশ আর আশীর্বাদ,
ভরুক তোদের জয়ে, মুক্তির আস্বাদ।
বাহুতে তোদের নবীণ বল,
বাধার পাহাড় ভেঙে চল
উড়াই বিজয় কেতন এ ধরাতল।
তোদের দিকে তাকিয়ে এ দেশ
করবি নাশ দুঃখের হবে জয়,
নতুন সূর্যের আলোতে ভরবে ধরা
কাটবে মোদের সকল ভয়।
সুন্দর কবিতা উপহার দেবার জন্য হার্দিক অভিনন্দন। ভালো থাকবেন প্রিয় কবি সব সময়।
নবীনদের জন্যে প্রণোদায়ী বাণী বন্দনা!
সনেটিয় কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয়।
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
অনেক শুভেচ্ছা।
চমৎকার সনেটে মন ভরে গেল।
শুভ কামনা রইল।
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন দিদি সব সময়!!
পাঠে মুগ্ধ হলাম, তৃপ্ত হল অন্তর।
শুভেচ্ছা জানাই অনাগত আগামীর।
সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। ধন্যবাদ।'''''''''''''''''
অসাধারন সুন্দর জীবনমুখী সনেটিক কাব্য কথায় মুগ্ধ হলাম।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল আলোকিত আগামী প্রভাতের।