ওহে তরুণ তপন, লালে সিক্ত প্রভা,
সমাজের শিরদাঁড়া, তুই হৃষ্ট যুবা।
তোর পানে চেয়ে রয়, এই শুষ্ক ধরা!
দিনে দিনে ব্যাপ্ত যাহা, শুধু দিয়ে খরা।
বৈশাখীর মত্ত ঝড়, সজীবের নেশা,
টুটাবি তিমির রাত, মনে শত আশা।
বাহুতে নবীন বল, চোখেতে সাহস।
আবিষ্কারে উদ্যমতা নেইতো সন্তোষ।


তোদের নতুন প্রাণে, সত্য শুধু দোলে।
সাহস ন্যায়ের অস্ত্র, মুখে হাসি খেলে।
তোরাই আনবি জানি, নবজাগরণ!
পায়েরই ভৃত্য সম, জয় হবে রণ।
পুরাতনের কুর্নিশ আর আশীর্বাদ,
ভরুক তোদের জয়ে, মুক্তির আস্বাদ।