মুহুর্ষে জর্জড়িত, শীতে ঝরে ঘাম।
বাজার গিয়া জিজ্ঞেস করিয়া ছিলাম পেঁয়াজেরও দাম।
নিকটে দেখিয়া কলি শরমে বাহির করিলাম থলি।
কুড়ি টাকার বিনিময়ে পাইলাম দুইখানা পেঁয়াজ।
নিকটের ফুলের কলি হঠাৎ উঠিলেন বলি,
দুইখানা পেঁয়াজ কেনা সাধ্যের ব্যাপার ।
শুনিয়া তাহার মতি, ফুলিলো আমার ছাতি,
নয়নে নয়ন মিলাইয়া করিলাম প্রস্থান ।